সুনামগঞ্জে ১ মণ গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার
প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় এক মণ গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টায় ধর্মপাশা থানা সংলগ্ন কংশ নদের তীরে লঞ্চ ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তুহিন মিয়া (২৮) ও বিষ্ণাউড়ী গ্রামের বাছির মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার (২৫)।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘তারা হবিগঞ্জ থেকে লাগেজ ও ব্যাগে করে সুনামগঞ্জ হয়ে লঞ্চে করে সোমবার সকালে ধর্মপাশায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক মণ গাঁজা উদ্ধার করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’