সিলেটে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
সিলেট নগরীর উত্তর জল্লারপাড় এলাকায় নিজ বসতঘরে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
নিহত যুবক সোহেল আহমদ (৩৭) সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার শাপলা-১২ নং বাসার মৃত উমর আলীর ছেলে। তিনি একজন চা পাতা ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
সোমবার (৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে প্রতিবেশীরা তার মরদেহ নিজ বসতঘরে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
প্রতিবেশীদের ধারণা ব্যবসায়ীক লোকসানের কারণে ঋণগ্রস্ত থাকায় তিনি আত্বহত্যা করে থাকতে পারেন।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাড়ি ইনচার্জ সাজেদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো যাবে।