নবীগঞ্জে জমি চাষে লাঙ্গল টানছে কৃষক
প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে বীজতলা তৈরিতে জমিতে লাঙ্গল টানছে মানুষ।অাধুনিক যান্ত্রিক যুগে কত যন্ত্র জমি চাষে ব্যবহার হচ্ছে উন্নয়নশীল দেশে।আমরা পরে আছি আদি যুগে।লাঙল টানতে হালে বলদ ব্যবহার দেখেছি।
সরেজমিনে শনিবার ( ১ অক্টোবর) গন্ধা মদনপুর গ্রামের পার্শ্ববর্তী হাওড়ে বীজতলা তৈরিতে জমি চাষে মানুষকে লাঙ্গল টানতে দেখা যায়।সকাল থেকে তিনজন মিলে বীজতলা তৈরিতে ব্যস্ত লাঙল টানায়।।কৃষক নিজাম উদ্দিন বলেন,গরুর দাম বেশী। গরু কেনার সার্মথ্য নেই।জমি চাষে হালের বলদও পাওয়া যাচ্ছে না।তাই বাধ্য হয়ে আমরাই জমি চাষে লাঙল টানছি। কি করবো বলুন?
কৃষক আব্দুল আলি বলেন, ১টি হালের গরু কিনতে হলে ৪০ থেকে ৬০ হাজার টাকা দরকার, এত টাকা পাবো কোথায়? আমরা গরীব মানুষ। তাই বাধ্য হয়ে হালের বলদেব বিকল্প হিসেবে নিজেরাই লাঙল টানছি। এ ছাড়া আর কোন উপায় নেই।ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে ২ থেকে ৩ হাজার টাকা দিতে হয়।এত টাকা পাবো কোথায়? আমরা ও কৃষক।আমার ছেলে সন্তান কেউ তো সরকারি চাকরি করছে না। ৩০ শতক জমি চাষ করলে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়।জমি চাষে সরকারি অনুদান পেলে কৃষকের অনেক উপকার হবে তিনি জানান।