সিলেটি বাজার পরিদর্শনে ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাসেম
প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২ ৬:২২ অপরাহ্ণ
সিলেট নগরীর লামাবাজাস্থ সিলেটি বাজার পরিদর্শন করছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এমডি আবুল কাসেম মো: শিরিন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় সিলেটি বাজার পরিদর্শন করেন তিনি। এসময় সিলেটি বাজারের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিদর্শনকালে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এমডি আবুল কাসেম মো: শিরিন বলেন, আমাদের সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। জনগণ যাতে ব্যবসার মাধ্যমে সত্যিকারের সেবা পায় সেই ব্যাপারে সচেতন হতে হবে। পাশাপাশি ক্রেতারা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, সে ব্যাপারেও সজাগ থাকা প্রয়োজন। ব্যবসা-বাণিজ্যে সকল প্রকার অশুভ শক্তিকে শক্ত ও দৃঢ়ভাবে প্রতিহত করার মানসিকতা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটি বাজার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাজ্জাক আলী, ম্যানেজম্যান্ট ডেভলপমেন্ট মোহাম্মদ কাউসার খাঁন, প্রধান নির্বাহী মোহাম্মদ শাখাওয়াত হোসেন।