গল্পকার রীমা বেগম পপির প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ গল্পকার ও সংগঠক রীমা বেগম পপির প্রথম মৃত্যু বার্ষিকী আজ ৬ অক্টোবর। গত বছরের এই দিনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে তিনি ইন্তেকাল করেন।
এদিকে, গল্পকার রীমা বেগম পপির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে ৫ অক্টোবর বুধবার বাদ এশা নগগীর রাজারগলিস্থ তার বাসায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল মাজার মসজিদের মোয়াজ্জিন মাওলানা মতিউর রহমান।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ, কবি ধ্রুব গৌতম, সিলেট এক্সপ্রেস সম্পাদক আব্দুল মুহিত দিদার, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল ও রীমা বেগম পপির পিতা তোরিছ মিয়া।
গল্পকার রীমা বেগম পপি গোয়ালাবাজার উনিশমাইলের স্থায়ী বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন থেকে নগরীর রাজারগলিতে পরিবারের সাথে বসবাস করছিলেন।
তিনি ছিলেন একজন নিরলস সাহিত্যকর্মী ও নির্ভীক সংগঠক। শিক্ষকতাও করেছেন কিছুদিন। রীমা বেগম পপির একমাত্র গল্পগ্রন্থ ভালোবাসার সাত রং পাঠক মহলে বেশ প্রশংসিত হয়েছে।