বিশ্বনাথ পৌরসভা নির্বাচন: ৯৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
আসন্ন ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভা প্রথম নির্বাচনে ১১ মেয়র প্রার্থীসহ তিন পদে মোট ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারমধ্যে সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ আসনে কাউন্সিলর পদে ৭১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে ১১ জনের মধ্যে আওয়ামী লীগ, আল ইসলাহ ও জমিয়ত’সহ তিনজন প্রার্থী দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয়ভাবে মনোনয়ন জমাদানকারী এই তিন মেয়র প্রার্থী হলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ (নৌকা প্রতীক), উপজেলা আল ইসলাহ’র সভাপতি তালুকদার মোঃ ফয়জুল ইসলাম (দেয়াল ঘড়ি) ও উপজেলা জমিয়তে ইসলাম’র সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাঁছ)।
বাকি মেয়র পদপ্রার্থীদের দলীয় পরিচয় থাকলেও তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা করেছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকদ্দুছ আলী, উপজেলা বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন ও সমছু মিয়া।
এদিকে, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১৫ জন। ১,২,৩ নং সংরক্ষিত আসনে ৬ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৪ জন, ৬,৭,৯ নং ওয়ার্ডে ৫ জন। আর ৯ ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে ৭১ জন। এরমধ্যে ১ নং ওয়ার্ডে ৯জন, ২নং ওয়ার্ডে ১৫ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৯ জন, ৭নং ওয়ার্ডে ৮ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন ও ৯ নং ওয়ার্ডে ৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।
নির্বাচনের রির্টানিং অফিসার ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মো.আলমগীর হোসেন বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৬ অক্টোবর, যাচাই বাছাই ১০ অক্টোবর, প্রত্যাহার ১৭ অক্টোবর, ভোটগ্রহন ২ নভেম্বর। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।