জুড়ীতে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ প্রদান
প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
জুড়ীতে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজারে জুড়ীর গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক সংস্থার প্রধান কার্যালয়ে ২ জন সরকারি মেডিকেলে অধ্যয়নরত, ৪ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট ৬ জনকে বৃত্তি বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রনজিতা শর্মা, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ জুড়ী, মোঃ মামুনুর রশিদ সাজু, সভাপতি যুবলীগ, জুড়ী উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, দক্ষিন জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয, আলাউদ্দিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক জুড়ী, আরমান আলী, প্রধান শিক্ষক, ফুলতলা বসির উল্লা উচ্চ বিদ্যালয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- নিহার রঞ্জন পাল, খোকন রুদ্র পাল, নরেন্দ্র রুদ্র পাল, ইউপি সদস্য স্বপনবিশ্বাস ও গ্রাউক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা সহ ডিএম, আরএম,সকল বিএম ও সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজি বৈদ্য রাজু।
উপস্থিত ছিলেন- সাংবাদিক কল্যান প্রসুন চম্পু, মো. মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম সুমস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা অশোক রঞ্জন পাল।