হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২২ ৪:২০ অপরাহ্ণ
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১০৬ পিস ইয়াবাসহ কামাল খান ফয়সল (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক কামাল খান ফয়সল (৩৫) বড় বহুলা এলাকার আলাউদ্দিনের পুত্র। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার ৮ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বড় বহলা সাব্বির হোসেনের বাড়ির সামনে অভিযান চালিয়ে কামাল খান ফয়সলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় । এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, মাদক মুক্ত করতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত আছে।