ওসমানী বিমানবন্দরে কাউন্সিলর আফতাব খানকে সংবর্ধনা
প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
জাতিসংঘের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যোগদান শেষে দেশে ফিরলেন সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং নগর পরিকল্পনা ও উন্নয়ন বাস্তবায়ন স্থায়ী কমিটির সভাপতি আফতাব হোসেন খান।
রোববার (৯ অক্টোবর) সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে ভিআইপি লাউঞ্জের সামনে ৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বিমানবন্দরে দলীয় নেতা-কর্মীসহ ওয়ার্ডবাসী আফতাব হোসেন খানকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন। বিমানবন্দর থেকে মটর শোভাযাত্রায় প্রায় ৮ শতাধিক নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজারে জিয়ারত করেন। জিয়ারত শেষে ৭নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবু সুব্রত পুরকায়স্থ’র সভাপতিত্বে ও সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদব অধ্যাপক জাকির হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী সুয়েব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, সহ-সভাপতি সফিকুর রহমান শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারু ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশিদ সুজন, অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ ফাহাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হেলাল খাঁন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কাশেম, সদস্য সায়মন আহমদ, রাসেল আহমদ, মিসবাহ মির্জা, মির্জা আলী আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আহাদ আরিফ, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, বিমানবন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার সিদ্দিকী, ৭নং ওয়ার্ডে বিশিষ্ট মুরব্বী পুলক কবির চৌধুরী, জিল্লুর রহমান জিলু, মাসুক আহমদ, লল্লিক চৌধুরী, আফতাব উদ্দিন, জব্বার আলী পীর প্রমুখ।