কুলাউড়ায় শিশু একাডেমির ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২২ ৭:১৬ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
রোববার (৯ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিশুদের মধ্যে হামদ/নাত ও কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) মো. আবুল বাসারের সভাপতিত্বে ও মাও. মো. কয়সর আহমদের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক মো. জাহিদুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক মো. আব্দুর রকিব, আলালপুর মোহাম্মদীয়া মসজিদের পেশ ইমাম মাও. শেখ মো. শহীদুল্লাহ প্রমুখ।
সভাশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৮ জন বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-মাদ্রাসার শতাধিক প্রতিযোগী শিশুরা অংশগ্রহণ করে। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।