সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননাপত্র বিতরণ
প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্মাননাপত্র বিতরণ অনুষ্ঠান ২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
দেশ বিদেশে টিভি শেকড়ের গান অনুষ্ঠানে অংশ গ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক ও অবিভাবকবৃন্দ। এছাড়াও প্রায় শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পত্র বিতরণ করেন প্রধান অতিথি বায়জিদ খান।
উলেখ্য, গত ১৮ নভেম্বর শুক্রবার রাতে সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা লোক সংগীতের গানের আসর ‘শেকড়ের গান’ অনুষ্ঠানে দেশে বিদেশে শেকড়ের সাথে লাইভে সংযোগ হয়ে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, দেশের গান, নাচ, আবৃত্তি, যন্ত্র সংগীত, লোক সংগীত, অভিনয় সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
বাউল সূর্য্যলাল দাস এর পরিচালনায় ‘শেকড়ের গান’ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অনিন্দিতা চ্যাটার্জি।
সম্মাননাপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধার বিকাশ গঠাতে লোক সংগীতের গানের আসর ‘শেকড়ের গান’ এর কার্যক্রম প্রশংসনীয়। সিলেটে এমন আয়োজন সফল করতে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) সর্বদা সহযোগিতা করে ইতিপূর্বে ৬৯ পর্ব সম্পন্ন হয়েছে। বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করায় দেশ-বিদেশে টিভি চ্যানেল সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি