ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র রিক্সা প্রদান
প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক পরিচালক ও সাবেক সচিব সৈয়দ মাহবুব ই জামিল বলেছেন, প্রবাসীরা দেশের মানুষের জন্য কল্যাণকর। তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের অংশিদার। তিনি আর বলেন, সেলিনার মত অসহায়রা প্রবাসীদের সহযোগীতায় কর্ম সহায়তায় এগিয়ে যাবে।
মাহবুব ই জামিল ২৯ নভেম্বর সোমবার রাতে নগরীর ২৯নং ওয়ার্ডের অর্ন্তগত দক্ষিণ সুরমার ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ই’উকের আর্থিক সহযোগিতায় ও প্রজন্ম স্পোর্টস এন্ড কালচার্রাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উদ্যোগে তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার দৃষ্টি প্রতিবদ্ধি সেলিনা জওয়াত লিলি’র হাতে
৪ টি রিক্সা প্রদান কালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা বাবুল মিয়া,এসোসিয়েশন এর সভাপতি রুমন মিয়া, সহ সভাপতি সরওয়ার হোসেন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আনছার হোসেন, সমাজসেবা সম্পাদক ইফতেখার হোসেন, প্রচার সম্পাদক আশফাক আহমদ, কোষাধ্যক্ষ ফুয়াদ আহমদ, সহ ক্রীড়া সম্পাদক আল আমিন, কার্যকারী সদস্য সাইদুজ্জামান তমাল, সিনিয়র সদস্য মুকিত আহমদ, লিপন আহমদ, সেলিম আহমদ, আখতার আহমদ প্রমুখ।