ওয়াটার অভার ব্রীজের কাজ সমাপ্ত
প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলা বিলে আরসিসি গার্ড ওয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে। ১০ লক্ষ ৫ হাজার ৫৮৬ টাকার কাজ দেড় ১লক্ষ টাকায় শেষ করলেন টিকাদারী প্রতিষ্ঠান। কাজে চুরি নয়, পুকুর চুরি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন জাইকা আর্থিক সহযোগিতায় প্রায় ১০লক্ষ ৫হাজার ৫৮৬ টাকা ব্যায়ে জৈন্তাপুর উপজেলার লাল শাপলা বিলের অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য বিলের পশ্চিম পাশে নির্মাণ করা হয় আর সিসি গার্ড ওয়াল ব্রীজ। গার্ড ওয়াল নির্মানে পর পর ১সপ্তাহের মধ্যে গার্ডওয়াল অংশ ভেঙ্গে যাচ্ছে। সচেতন মহলের প্রশ্ন ১০ লক্ষ টাকায় একটি সেমিপাকা বাড়ী নির্মাণ করা যাবে। গার্ডওয়াল নির্মানের নামে চুরি নয় এযেন মহা চুরি করা হয়েছে। এখানে কাজ শেষে ৩২ বস্তা সিমেন্ট ব্যাগ দিয়ে মাটির হ্যাজাং খুজে পাওয়া যায়।জানা যায় এই গুলো সিমেন্ট দিয়েই কাজটি তড়িঘড়ি শেষ করে টিকাদারী প্রতিষ্টান।
লাল শাপলা সুরক্ষা কমিটির সভাপতি মো. আব্দুস শুক্কুর জানান, উন্নয়ন কাজে এরকম অনিয়ম দেখিনি জীবনেও দেখিনি। গার্ড ওয়াল কাজে অনুমানিক দেড় লক্ষ টাকা ব্যায় হয়েছে। কাজের অনিয়ম দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদকে অবগত করেছি। তারা সরেজমিনে দেখে কাজটি ভেঙ্গে ফেলে পুণরায় নতুন করে কাজ করার জন্য উপজেলা এলজিইডি কর্মকর্তাকে বলেন।
জৈন্তাপুর উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সরজমিনে কাজটি দেখিনি। নির্ধারিত কেটেশন মোতাবেক কাজ হয়েছিল। কাজটি শেষ হয়ার পর ক্রুটি থাকায় তা ভেঙ্গে ফেলার জন্য টিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে।