৭ এপিবিএনের অভিযান: জব্দ ভারতীয় বিড়িসহ আটক ১
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেট এর অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়ি সহ ১ জনকে আটক করা হয়েছে।
৭ এপিবিএন সিলেট এর অধিনায়ক (অতিঃ ডিআইজি) মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম ওবায়েদুল হক এর নেতৃত্বে ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বিশ্বনাথ থানাধীন কালীগঞ্জ বাজারের সুবাস বৈদ্যের পান-সিগারেটের দোকানে অভিযান চালায়। এসময় ৪২ হাজার (বিয়াল্লিশ হাজার) শলাকা আমদানী নিষিদ্ধ পাতার তৈরী ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়িসহ দোকান মালিক সুবাস বৈদ্য-কে আটক করে ৭ এপিবিএন সিলেট।
এ ব্যাপারে এসআই (নিঃ) মুহাঃ ইয়ার হোসেন বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিজ্ঞপ্তি