শায়খ প্রফেসর ড. সায়্যিদ ইউসরিকে সংবর্ধনা
প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান রাহিমাহুল্লাহ’র প্রথম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে যোগ দিতে মিশর থেকে সিলেট এসে পৌঁছেছেন শায়খ প্রফেসর ড. সায়্যিদ ইউসরি রুশদি আলে জাবার আল হাসানী হাফিযাহুল্লাহ কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (৫ জানুয়ারী) রবিাবর সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে ঈসালে সাওয়াব মাহফিল কমিটির নেতৃবৃন্দর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি আগামী ৭ ফেব্রুয়ারি জকিগঞ্জ থানাবাজার সংলগ্ন মাঠে ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাফসীর পেশ করেন।
এসময় উপস্তিত ছিলেন, শায়খুল হাদীস আল্লামা মোঃ হবিবুর রহমান রাহিমাহুল্লাহ এর বড় ছাহেব জাদা মাওলানা আব্দুল আউয়াল হেলাল , জকিগন্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর , হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ কুতবুল আলম , মাওলানা আব্দুল আলিম , মাওলানা জুবায়ের আহমদ, মাশহুদ আহমদ, মাহফুজ আহমদ, লতিফিয়া ছাত্র সংসদের ভি পি মাহমুদুর রহমান, আবু ইউসুফ আলামিন,জসিম উদ্দীন, রইছ উদ্দিন মনসুর আহমদ প্রমুখ।