সুরমা খেলাঘরের বসন্ত উৎসবে মুক্তাক্ষর
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ
‘ফুলের সুবাস দাও ছড়িয়ে বিশ্বময়’ এই স্লোগানকে সমনে নিয়ে সুরমা খেলাঘর আসর সিলেট আয়োজন করে বসন্ত আনন্দ উৎসব ১৪২৯। ভালবাসার উচ্ছ্বাসে বাঙালির বসন্তবরণ ভাললাগাকে ছড়িয়ে দিতে দিনব্যাপী অনুষ্ঠান শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হয়। আয়োজন করা হয় সকালে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার। বিকাল সাড়ে চারটায় দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের পর প্রথমেই দলগত আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। বিকেল পাঁচটায় প্রিয়াশ্রী কর পিউ’র গ্রন্থনায় ও বিমল করের নির্দেশনায় ঐশিকা তালুকদারের সঞ্চলনায় বিভিন্ন কবির কবিতার দলগত আবৃত্তি পরিবেশন করে পিউ, বিথী, নিনো, ইয়াসিন, আফসানা, মনিষা, ত্রিদেব, নীলিমা, রাইসী, সাকিল ও সুমাইয়া। ছোট বড় শিশু ও বড় রমনীরা রঙিন ফুলের সাজসজ্জাতে প্রাণবন্তে মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ।