সোনাক্ষীর সঙ্গে বিরাট কোহলির নাচ, ভিডিও ভাইরাল
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার বিয়েতে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে জমিয়ে নেচেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷
সোশ্যাল মিডিয়ায় ২০১৬ সালের সেই পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।
সোনাক্ষী ও শাহিদ কাপুরের রাজকুমার ছবির শাড়ি কা ফলস সা গানে নেচেছিলেন তারা। সোনাক্ষী ও কোহলি জুটির নাচ ভক্তদের হৃদয়ে ধরেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির প্রশংসা হচ্ছে।
মাঠ হোক বা মাঠের বাইরে বিরাট কোহলি সর্বদাই সুপারহিট ও সুপারফিট ৷আনুশকা শর্মাকে বিয়ে করে বলিউডে নিজের উপস্থিতি ধরে রেখেছেন।
ভারতে এ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাভাসকার ও বর্ডার ট্রফি চলছে, আপাতত সিরিজে ভারত ২-০-তে এগিয়ে আছে ৷
আগামী ১ মার্চ থেকে ইনদোর ও ৯ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ৷https://twitter.com/TrophyHeist/status/1627155311579787265?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1627155311579787265%7Ctwgr%5Ec9ba20e23762a1402ba9e48184e1f07ac005a39b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Fsports%2F648111%2FE0A6B8E0A78BE0A6A8E0A6BEE0A695E0A78DE0A6B7E0A780E0A6B0-E0A6B8E0A699E0A78DE0A697E0A787-E0A6ACE0A6BFE0A6B0E0A6BEE0A69F-E0A695E0A78BE0A6B9E0A6B2E0A6BFE0A6B0-E0A6A8E0A6BEE0A69AE0A787E0A6B0-E0A6ADE0A6BFE0A6A1E0A6BFE0A693-E0A6ADE0A6BEE0A687E0A6B0E0A6BEE0A6B2