নবীগঞ্জে কলেজ ছাত্রীকে উত্যক্ত: বখাটের কারাদণ্ড
প্রকাশিত : ০২ মার্চ ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলায় কলেজ ছাত্রীকে উত্যক্তের দায়ে নুরুল আমিন (২১) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
বুধবার (১ মার্চ) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের আব্দুল মৃত আব্দুল কাইয়ুমের ছেলে। জানা যায়- উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজের একাদশ শ্রেণীর এক জনৈক ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই ছাত্রীকে উত্যক্ত করে নুরুল আমিন।
এ ঘটনায় বখাটে নুরুল আমিনকে আটক কলেজে নিয়ে যায় স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় দায়ে বখাটে নুরুল আমিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।