শ্রীমঙ্গলে ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন সংঘঠনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত : ০৭ মার্চ ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। (৭ই মার্চ) মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি মহোদয় এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব, উপজেলা চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা প্রসাশন, থানা প্রসাশন, শ্রীমঙ্গল প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন দপ্তর। শ্রীমঙ্গল প্রেসক্লাবে সদস্যেও মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সহ সম্পাদক ক্রিড়া ও সংস্কৃতি মো.মামুন আহমেদ, সদস্য শাকির আহমেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, ঝলক দত্ত ও সংবাদ কর্মী আব্দুর শুক্কুর প্রমূখ। পরে উপজেলা কনফারেন্স হল রুমে ৭ই মার্চের ভাষণ এর উপর দীর্ঘ আলোচনা অনুষ্টিত হয়। উপজেলা কনফারেন্স হল রুমে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা সভাপতিত্বে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব, সহ সভাপতি ডাক্তার হরিপদ রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনাম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক দেবাশু সেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রধান শিক্ষক জহর তরফদার , যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাজ্জাদুর রহমান চৌধুরী, মৎসজীবী লীগের সভাপতি আশিকুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের,সহ সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাংবাদিক মামুন আহমেদ, সৈয়দ আমিরুজ্জামন, প্রমূখ। অন্যদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।