শান্তিগঞ্জে এস.এম.কে কতৃক টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ম্যাচ
প্রকাশিত : ১৩ মার্চ ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এস.এম.কে কতৃক টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব মো: হাসনাত হোসেন।
১৩ই মার্চ সোমবার বিকাল তিন ঘটিকায় নোয়াখালী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবলীগ নেতা সাবাজ মিয়ার সঞ্চালনায় ও পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সীতু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারিয়া ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য নুর হোসেন এবং শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নিতাই দাশ সহ প্রমুখ। গ্রান্ড ফাইনাল ম্যাচে সাবাজ এন্ড মিনহাজ একাদশ জয়ী হয়।