সিলেটে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত : ১৬ মার্চ ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
সিলেট সদর উপজেলার জালালাবাদ জাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. আরেফিন ( ৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) রাত ১২টায় জাঙ্গাইল এলাকায় এ ঘটে। নিহত মো. আরেফিন ( ৩১) হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলারর জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানা যায়, বুধবার রাত ১২টায় জালালাবাদ থানা জাঙ্গাইলে এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ও একজন আরোহী আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানীতে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।