টাইগার দাপট : আইরিশ গুটিয়ে গেলো ১০১ রানেই
প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশকে পাঠায় ফিল্ডিংয়ে। তবে ফিল্ডিংয়েও ঝলক দেখালো টাইগাররা। তাসকিন-হাসান-এবাদত ঝড়ে একে একে উড়ে গেছে আইরিশ উইকেট। হাসান মাহমুদ একাই উইকেট নিয়েছেন পাঁচটি। ১০২ রানের টার্গেট দিয়েই সন্তুষ্ট হতে হয়েছে আইরিশদের।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। বাংলাদেশ দলে একটি পরিবর্তনের মধ্যদিয়ে শুরু হয় ম্যাচ। ইয়াসির রাব্বির পরিবর্তে দলে স্থান পান মেহেদি হাসান মিরাজ।
ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানে পর পর ৪ উইকেট হারিয়ে রীতিমতো নাজেহাল হয়ে পড়ে আইরিশরা।
পঞ্চম ওভার পেরিয়ে প্রথম উকেট পান হাসান। এরপর নবম ওভারে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন হাসান। এবার তার শিকার হ্যারি ট্যাক্টর।
পরের ওভারে হাসানের সঙ্গে যোগদেন তাসকিন আহমেদ। অ্যান্ডি বার্লবির্নিকে ক্যাচ ইউট করেন তিনি। এভাবে মাত্র ২৬ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় আইরিশরা।
এরপর ডানহাতি পেসার এবাদত টানা দুই বলে তুলে নিয়েছেন আইরিশদের ২ উইকেট। ১৯তম ওভারে লরকান টাকার (৩১ বলে ২৮) এবাদতের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন। পরের বলে জর্জ ডকরেলকে (০) দাঁড়ানোর আগেই বোল্ড করে দেন এবাদত।
একে একে ধস নামে আইরশদের ব্যাটিং লাইনআপে। মাত্র ১০১ রানে সব উইকেট হারিয়ে ফেলেন আইরিশরা।
টস জিতে আগের দুই ম্যাচে বাংলাদেশকে ব্যাট করতে পাঠানোর পর আয়ারল্যান্ড বুঝেছিলো, সম্ভবত আগে ব্যাট করলেই বেশি রান করা যায়। সে কারণেই তৃতীয় ম্যাচে আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে সে আশায় গুড়ে বালি। একশ হওয়ার আগেই আট উইকেট হারিয়ে বরে আছে আইরিশরা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।