সুনামগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেছিয়ে স্কুল ছাত্রী নিহত
প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেছিয়ে জান্নাতুল আরাফাত জুই নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার ধর্মপাশা-কান্দাপাড়া সড়কের বাহটিয়া কান্দা সেতু এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত জান্নাতুল আরাফাত জুই ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়ন কান্দাপাড়া গ্রামের তানবির আহমেদের মেয়ে ও ডাঃ রফিক চৌধুরী জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে পুলিশ জানায়,উপজেলা সদর ইউনিয়ন কান্দাপাড়া এলাকায় ডাঃ রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের স্কুল ছুটি হয় বিকেল সাড়ে তিনটায়। পরে নিজ বাড়ি যাওয়ার জন্য সহপাঠীদের নিয়ে একটি ইজিবাইকে উঠে। বাড়ি যাওয়ার পথে ধর্মপাশা-কান্দাপাড়া এলাকায় বাহটিয়া কান্দা সেতু পাড় হয়ে যাওয়া মাত্র জান্নাতুল আরাফাত জুইয়ের গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় লেগে গলায় প্যাচ লেগে মারাত্মক ভাবে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেছেন
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, নিহত স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।