বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত ঐশী
প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
মঞ্চ কাপানো গায়িকা হিসেবেই চিনেন সবাই তাকে। তবে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত জনপ্রিয় সেই সংগীতশিল্পী ঐশী। রোববার (২ মার্চ) রাতে পাত্র আরেফিন জিলানীর সঙ্গে তার আংটি বদল হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ’র মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করছেন ঐশী।
আরেফিন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন। দু’জনার মধ্যকার পরিচয় প্রায় আড়াই বছরের। সেই আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বারাকাল্লাহু ফিকুম’। একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন।
ঐশীর গায়িকা পরিচয়ের বাইরে তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষা জীবন শেষ করে একটি হাসপাতালের সিসিইউ’র মেডিক্যাল অফিসার হিসেবে কাজও শুরু করেছেন। কাজ শুরুর কয়েকমাস পর এবার জীবনের নতু্ন অধ্যায় শুরুর খবর জানালেন তিনি।