মাহবুবুল হক চৌধুরীর মায়ের মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের শোক
প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী মাহবুবের মাতা গুলজাহারুন্নেছা চৌধুরী (৯০) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান আজ এক শোক বার্তায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী মাহবুবের মাতা গুলজাহারুন্নেছা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন মরহুমা গুলজাহারুন্নেছা চৌধুরী একজন মহিয়সী ও ধর্মপ্রান রমনী ছিলেন। উল্লেখ্য যে, আজ বেলা১১ টা ১৫ মিনিটের সময় মেজরটিল্লা মুহাম্মদপুরের বাসায় ইন্তেকাল করেন।