শাবিপ্রবিতে ইইই সোসাইটির ভিপি ইউসুফ, জিএস ফারহান
প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( শাবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং সোসাইটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহ সভাপতি (ভিপি) হিসেবে ওই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে
২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান লাবিব নির্বাচিত হয়েছেন।
বুধবার(৫ এপ্রিল) সন্ধ্যায় সোসাইটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল এক ইফতার মাহফিল ও সাধারণ সভায় গত কমিটির সদস্যরা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সোসাইটিতে পদাধিকার বলে বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইফতে খায়রুল আমিন সভাপতি এবং প্রভাষক নাফিজ ইমতিয়াজ রহমান কোষাধ্যক্ষ হিসেবে এই দুজন শিক্ষক মনোনীত হয়েছেন।
সোসাইটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেহেদী হাসান আকাশ, একই শিক্ষাবর্ষের ক্রীড়া সম্পাদক তহিবুর রহমান
ও সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান ওহী। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক দেব নাথ, সহ-ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সহ-সাংস্কৃতিক সম্পাদক তাসমিয়া ইসলাম। এরা সবাই ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী।