সিলেটে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত, আহত ১০
প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৩ ১:২৯ অপরাহ্ণ
সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়কে পুলিশ ভ্যান, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ১০ পুলিশের সদস্যও আহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টায় সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের গোয়াইনঘাট মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে আরোহী পুলক রায় (৩০) ও সিলেট সদরের চালিবন্দরের বিপুল চন্দ্র মণ্ডলের ছেলে বিক্রম কর মণ্ডল (৩০)। তারা দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, বুধবার রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি পুলিশ ভ্যান মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন আরোহীসহ একটি মোটরসাইকেল ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পুলক রায় মারা যান। আর আহত বাকি দুজনের মধ্যে বিক্রম চন্দ্র মণ্ডল রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আহত ফয়সল (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়াও এতে পুলিশ ভ্যানের ড্রাইভারসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পুরো পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রাকের চালক পালিয়ে গেছে।