পশ্চিম তীরে দুজন নিহতের ঘটনায় তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি সেনারা
প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন।
শুক্রবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেরিকো প্রদেশের হামরায় অবৈধ ইসরায়েলি বসতির কাছাকাছি একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামরা জংশনে একটি গাড়িতে বন্দুক হামলা হয়েছে। তাদের সেনারা ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
মেগান ডেভিড আদম নামে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া একটি প্রতিষ্ঠান বলছে, দুই তরুণী নিহত হয়েছেন। তাদের বয়স ২০ এর কোটায়। ৪০ বছরের আরেক নারী গুরুতর আহত হয়েছেন।
লেবানন ও গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা ঘটল।
চিকিৎসকরা বলছেন, গাড়ির বাইরে অচেতন অবস্থায় তিন নারীকে পাওয়া যায়। কাছাকাছি আরেকটি গাড়ি থেকে গুলি ছোড়া হয়ে থাকতে পারে। গাড়িটি দৃশ্যত ভেঙে গিয়েছিল।