মাধবপুরের বুল্লা ইউনিয়ন যুবলীগে’র বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
আসন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অব্যাহত রাখতে ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মাধবপুর উপজেলা আওতাধীন ৮নং বুল্লা ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে সাড়ে ৪ ঘটিকার সময় বুল্লা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন যুবলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান আশিক,ও সঞ্চালনায় করেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুকুর রহমান মাসুক। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাধবপুর উপজেলা যুবলীগে’র সভাপতি মোঃ ফারুক পাঠান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগে’র সহ সভাপতি শংকর পাল সুমন, জনশক্তি ও কর্মস্থান বিষয়ক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ শানু, উপজেলা জাতীয় শ্রমিক লীগে’র সহ সভাপতি আমিনুল ইসলাম টুটি, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান মোল্লা প্রমূখ। এতে বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ এবং জাতীয় শ্রমিক লীগ,কৃষক লীগ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ বর্ধিত সভার শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবার বর্গ এবং জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বুল্লা বাজার জামের মসজিদের ইমাম।