নবীগঞ্জে হাওর জুড়ে দুলছে সোনাবরণ ধানের শীষ
প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জে হাওরজুড়ে দুলছে সোনাবরণ ধানের শীষ। কোথাও আধা-পাকা, কোথাও রং ততোটা গাঢ় নয়। আর মাত্র কয়েকটা দিন, বৈশাখের শুরুতেই গোটা হাওর মেতে উঠবে ‘দাওয়ামারিতে’। তার আগে চৈত্রের মাঝামাঝিতে স্বল্প করে হলেও শুরু হয়ে গেছে আগাম দেশি ধান কাটা। মাড়াই করে শুকানো হচ্ছে সেই ধান। কেউ কেউ বাজারেও তুলছেন। যেকোনো হাইব্রিড ধানের চেয়ে বাজারে এই দেশি ধানের দামও একটু বেশি।চৈত্রের নিদানের’ কালে (অভাবের সময়) গোলায় উঠা এ ধান কৃষকের জন্য বাড়তি পাওয়া। এই ‘আদি জাতের’ ধান চাষ হয় মূলত হাওরের গভীরে; ‘অবহেলার’ জমিতে।
যদিও বছরের একমাত্র ফসল বোরো ধান কাটা শুরু হতে অপেক্ষা করতে হবে আরও অন্তত ১০ থেকে ১২ দিন। এ থেকে আসবে সারা বছরের ‘খোরাকি’।চৈত্রের অভাব দূর করতে বোরো, জাগলি বোরো, লালডিঙ্গাসহ দেশি প্রজাতির সুস্বাদু এই ধান আবাদ করেন চাষিরা।হাওরের প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, একটা সময় ছিল, যখন হাওরের মানুষ চৈত্র মাসকে খুব ভয় পেতেন। বলা হতো, ‘চৈতের মন্দা’। তখন গোলায় কোনো ধান থাকত না। হাতে কোনো কাজ থাকত না। ফলে মানুষকে খুব অভাবের মধ্যে দিন কাটাতে হতো। কিন্তু দেশি ধান চৈত্রের মাঝামাঝি কাটতে পারলে সেই অভাব কিছুটা দূর হতো।