মাধবপুরে গাঁজাসহ যুবক র্যাবের খাঁচায়
প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৩ ১:২০ অপরাহ্ণ
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৪২ কেজি ভারতীয় গাঁজাসহ এক পাচারকারী যুবককে গ্রেফতার করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে মাধবপুর উপজেলা এলাকায় অভিযান শুরু করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় মাধবপুর বাস স্টেশন এলাকায় সাগরিকা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৩ -২৬৬০) নামে দূরপাল্লার একটি বাসে তল্লাশি শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর রাত সাড়ে ১১টায় অভিযান সম্পন্ন করে ৪২ কেজি গাজাসহ একজন পাচারকারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রুপন আলী (২৩) সিলেটের বিশ্বনাথ থানার পাহারপুর এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।
র্যাব জানান, গাঁজার বস্তাগুলো গাড়ির ব্যাটারী বক্স সহ বিভিন্ন জায়গায় লুকানো ছিল।
র্যাব-৯ সিলেট এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) আফসান আল-আলম জানান, গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।