টিকটক ভিডিও, আমিরাতে পাঁচ প্রবাসী গ্রেফতার
প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ‘অশালীন’ ভিডিও প্রকাশ করায় পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আটক প্রবাসীরা ফিলিপাইনের নাগরিক।
ফিলিপাইনের দুবাই ও নর্দান আমিরাতের কনস্যুল জেনারেল সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বিষয়টির ওপর খুব কাছ থেকে নজর রাখছেন তারা।
ওই প্রবাসীদের বিরুদ্ধে অভিযোগ, তারা টিকটকে অপ্রীতিকর ও অশালীন ভিডিও প্রকাশ করেছেন। তবে আটক একজনের এক আত্মীয় দাবি করেছেন, ফিলিপাইনের ওই নাগরিকরা ‘শুধুমাত্র মজার উদ্দেশ্যে’ টিকটক ভিডিও করেছিলেন। তাদের কোনো ধারণা ছিল না ভিডিও প্রকাশ করার জন্য আইনি ঝামেলায় পড়তে হবে। ওই আত্মীয় আরও দাবি করেছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে, ‘তাদের যৌনকর্মী মনে করে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিষয়টি সত্য নয়।’
ফিলিপাইন কনস্যুল জেনারেল রোনাতো দুয়েনস জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে এখন তদন্ত চালাচ্ছে শারজাহ পুলিশ।
তিনি আরব আমিরাতে বসবাসরত ফিলিপিনোদের উপদেশ দিয়েছেন তারা যেন দেশটির সংস্কৃতির প্রতি সম্মান রেখে চলেন।
কনস্যুল জেনারেল রোনাতো দুয়েনস বলেছেন, ‘আরব আমিরাতে বসবাসরত ফিলিপিনোদের উপদেশ দেওয়া হচ্ছে , আপনারা এই দেশের সংস্কৃতিকে সম্মান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কী পোস্ট করছেন সে বিষয়ে সতর্ক থাকুন।’
ফিলিপাইনের প্রবাসী শ্রমিক মন্ত্রণালয়ের সচিব সুসান তোতস ওপেল বলেছেন, এখন তারা এ মামলার পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছেন।
তিনি বলেছেন, ‘আরব আমিরাত সাইবার আইন কঠোরভাবে প্রয়োগ করছে এবং দেশটি নিজস্ব সংস্কৃতি ও নৈতিকতার প্রতি খুবই সংবেদনশীল। তাদের সংস্কৃতি ভিন্ন, তাই আমাদের এর প্রতি খুবই শ্রদ্ধাশীল হতে হবে।’ সূত্র: খালিজ টাইমস