ছাতকে দরিদ্র পরিবারকে টিউবওয়েল প্রদান
প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
বিশুদ্ধ পানি পান করা মানুষের মৌলিক অধিকার। বিশুদ্ধ পানির অভাবে হত দরিদ্র অসহায় পরিবারের সদস্যরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। সবচেয়ে উত্তম সদকা হলো মানুষকে বিশুদ্ধ পানি পান করানো। বিশুদ্ধ পানি সরবরাহের মতো মহতী কাজে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। ছাতকের কাইল্যাচর চরমহল্লায় একটি দুস্থ পরিবারকে টিউবওয়েল প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
৯ এপ্রিল রবিবার টিউবওয়েল প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলকার নায়েন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েন, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, চেতনা যুব পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম কাওসার, সহসভাপতি আব্দুস সুবহান আজাদ, কবি কামাল আহমদ, মো: আব্দুস শহিদ, আরব আলী, শামছু মিয়া, জাহির আলী, নিজাম উদ্দিন, আলী আহমদ, আব্দুর রহমান প্রমুখ।
ক্যাপশন- ছাতকের কাইল্যাচর চরমহল্লায় একটি দুস্থ পরিবারকে টিউবওয়েল প্রদান করছেন সমাজসেবি জুলকার নায়েন
ছাতকের কাইল্যাচর চরমহল্লায় একটি দুস্থ পরিবারকে টিউবওয়েল প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সমাজসেবি জুলকার নায়েন