পাকিস্তানের কোয়েটায় বোমা হামলায় নিহত ৪
প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গতকাল সোমবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটার এক ব্যস্ত বাজারে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ হয়। বেলুচিস্তানের রাজধানী এ কোয়েটা বিচ্ছিন্নতাবাদী ও বিভিন্ন ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর আতুরঘর হিসেবে পরিচিত।
দেশটির পুলিশ কর্মকর্তা আজফার মেশার বার্তাসংস্থা এএফপিকে বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে বিস্ফোরক বস্তু থেকে এ বিস্ফোরণ ঘটেছে। মোটরসাইকেলে বিস্ফোরক বস্তু রেখে রিমোট কন্ট্রোল দিয়ে তা বিস্ফোরণ ঘটনা হয়েছে।
তিনি আরও বলেছেন, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন পুলিশ এবং বাকি দুইজন বেসামরিক লোক। ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।
কোয়েটায় সান্দেমান প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ হামলায় নিহত চারজনের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও আছে।
এদিকে হামলার দায় স্বীকার করার পর বেসামরিক লোকের নিহতের সংখ্যা উল্লেখ করেনি বিএলএ। তারা শুধু দুইজন পুলিশের নিহতের কথা উল্লেখ করেছে।