যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতির ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
সিলেট সদর উপজেলার প্রশিক্ষিত ক্ষুদ্র যুব খামারিদের সংগঠন যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে গত ১০ এপ্রিল সোমবার বিকালে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের উমদারপাড়াস্থ কার্যালয়ে যুব উদ্যোক্তাদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মনজুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও ইয়ুথ পোল্ট্রির পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিশচা) সিলেট মহানগর সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক বিশিষ্ট খামার ব্যবসায়ী মোঃ ইনু মিয়া, যুব বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, সদস্য কয়ছর আহমদ কাওছার, মোঃ মুজিবুর রহমান, দিলোয়ার হোসেন সাঈদী, সাহেদ আহমদ, আহমদ মিয়া, মুহিবুর রহমান সহ সমিতির সদস্য সহ এলাকার গণ্যমাণ্য মুরব্বিয়ানগণ।
আলোচনা সভা শেষে ইফতার সামনে নিয়ে দেশ, সমাজ, জাতির কল্যাণ ও অসুস্থদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসার শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন। বিজ্ঞপ্তি