মাধবপুরে আ. স্বেচ্ছাসেবক লীগ নেতা আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ
অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মাধবপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বশির আহমেদ সুমন।
বুধবার (১২ এপ্রিল) মাধবপুর পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়কের আয়োজনে বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় ২০০ জন অসহায় ও পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর থানা ট্রাপিক জোনের ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈম ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম পাঠান, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, সোহেল মিয়া, রুবেল মিয়, আরও উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আফজাল মিয়া, শাহীন মিয়া সহ প্রমূখ।