প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ২২নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ই এপ্রিল) উপশহর আবাসিক এলাকার আই ব্লকে এই ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক মুহিবুর রহমান, বিএনপি নেতা মোঃ কাওছার, এনামুল আজিজ মুন্না, মুস্তাক আহমদ, মুস্তাফিজুর রহমান নওশাদ, ফয়সল আহমদ, সুমেল আহমদ চৌধুরী, ছদরুল ইসলাম, মিনহাজ তাফাদার, আলী নুরুল হুদা দিপু, বেলাল আহমদ চৌধুরী, মাহবুব আলম, হাজী লিয়াকত হোসেন, সামসুল হক, এড.তারেক আহমদ, এড. বদরুল ইসলাম, আব্দুল খালেকসহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।