দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
রেললাইনে বসে ছিলেন এক যুবক। একটি ট্রেন এলেও তিনি তা খেয়াল করেননি। পরে সেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম আবদুর রহমান (৩৭)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মিরপাড়া এলাকার সৈয়দ আতাউর রহমানের ছেলে। দক্ষিণ সুরমা উপজেলার মোমিনখলা এলাকায় ভাড়া বাসায় থেকে পিকআপ ভ্যান চালাতেন আবদুর রহমান।
রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রচণ্ড গরমের কারণে আবদুর রহমান দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার রেললাইনে বসে হাওয়া খাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সিলেট রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কামাল হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।