রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের হুইল চেয়ার বিতরণ
প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরী বলেছেন, প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে আমাদের সকলকেই দাড়াতে হবে। প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তাই তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি রোটারীয়ানরা সুন্দর সমাজ গঠনে কাজ করছেন। সারা বিশ্বে জনহিতকর কার্যের মাধ্যমে নিজেদের নিয়োজিত রেখেছেন। তাই সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের স্বার্থে রোটারিয়ানদের পাশাপাশি সমাজের সকলকে কাজ করার জন্য তিনি আহবান জানান।
তিনি শনিবার বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্সরুমে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল রোটারীয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম স্মৃতি ট্রাস্ট এর উদ্যোগে দুস্থ ও অসহায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ও ইভেন্ট চেয়ারম্যান রোটাঃ পিপি ইঞ্জিঃ রুহুল আলম আরএফএসএম এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী রোটাঃ মনসুর আহমেদ পিএইচএফ, এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ পিপি হুমায়ুন ইসলাম কামাল আরএফএসএম, রোটাঃ পিপি মোঃ তৈয়বুর রহমান আরএফএসএম, রোটাঃ পিপি সাব্বির আহমেদ আরএফএসএম, রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, রোটাঃ অসীম ধর্মজিত সিনহা আরএফএসএম, রোটাঃ আফসার উদ্দিন আহমেদ পিএইচএফ, রোটাঃ জুবায়ের আহমেদ আরএফএসএম, রোটাঃ ইমদাদ হোসেন আরএফএসএম, রোটাঃ শিশির রঞ্জন সরকার আরএফএসএম, মরহুম রোটাঃ পিপি মোহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম এর ছেলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা আ ন ম মনছুফ, আ ন ম জাফর, গ্যালারিয়া শপিং সিটির ব্যবসায়ী আ ন ম জিয়া, মোহাম্মদ মুহিবুর রহমান এর দৌহিত্র ও সিলেট সিটি কর্পোরেশন সহকারী প্রকৌশলী (পূর্ত শাখা) মুহতাসিম আহমেদ তানভীর প্রমুখ