জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে পূনর্মিলনী অনুষ্ঠান
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ
“এসো স্মৃতির অঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে” এ স্লোগানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপি হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ অনুষ্ঠান চলে। হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ছরোয়ারদী হোসেনের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী হান্নান মির্জা এবং মাসুদ রানার সঞ্চালনায় আয়োজিত পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামছুল আলম, বিশিষ্ট মুরুব্বী মো. আনছার আলী খাঁন, বিশিষ্ট মুরুব্বী ও সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা মো. মুতলিব খাঁন, মোকাদ্দস আলী শিকদার, মো. আলীম মল্লিক, ডা. আলাল উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন আওযামী লীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, আমির মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রহিম খাঁন, জাকির হোসেন খাঁন, সরোয়ার হোসেন ছেদুর, সুলতান মাহমুদ, আলমগীর শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়ের অতিতের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন প্রাক্তন শিক্ষার্থী, রাসেল শিকদার, কাওসার আহমেদ, ছিদ্দিক খাঁন, পারভেজ আহমেদ, ডা. সোহাগ, সাকিবুল হাসান, শুভ খাঁন। আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি’র বিভিন্ন ব্যাচের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠিদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা দেখা গেছে প্রাক্তন সকল ব্যাচের শিক্ষার্থীদের।