মাধবপুরে মোয়াজ্জিন হত্যা: ঘটনাস্থলে পুলিশ সুপার
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
গত শনিবার ২২ এপ্রিল ঈদের দিন সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মসজিদের মোয়াজ্জিন ভিকটিম ইরফান আলী (৫৮),খুন হয়েছেন। সে রসুলপুর গ্রামে মৃত চান মিয়া ছেলে। গুরুতর আহত অবস্থায় ভিকটিম ইরফান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
উল্লেখিত ঘটনায় হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশেনায় মাধবপুর থানা পুলিশ কর্তৃক দ্রুত মামলার এজাহারভূক্ত প্রথম আসামী মোঃ আনোয়ার আলী সহ এজাহারভূক্ত ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ২৫ এপ্রিল জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি হত্যা ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, এজাহার নামীয় বাকী আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ (ওসি)
মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত আতিকুর রহমান সহ মাধবপুর থানা, হবিগঞ্জ সহও স্থানীয় এলাকার গণ্যমান্য লোকজন।