কোম্পানীগঞ্জে পুলিশের অভিযান: গ্রেফতার ৫ জুয়াড়ি
প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ নিয়ে গত ১ মাসে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১২ জুয়াড়িকে খাগাইল ও বাকি ৩০ জুয়াড়িকে টুকের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর রাতে এসআই(নিঃ) গোপেশ দাসের নেতৃত্বে এএসআই (নিঃ) বজলুল হুদা সঙ্গীয় ফোর্সসহ টুকের বাজারে অভিযান পরিচালনা করে এই ৫ জুয়াড়িকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন পশ্চিম টুকেরগাঁও এর মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ হোসেন মিয়া(৩৫), টুকেরগাঁও এর মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ ইকবাল হোসেন(২৫), মোঃ আলী আকবরের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩২), মোঃ শুক্কুর মিয়ার ছেলে মোঃ রুস্তম আলী(৩৪), দক্ষিণ সুনামগঞ্জের মানিকপুর গ্রামের মৃত বিধু ভূষণ শর্মার ছেলে সজল শর্মা(৩৮)।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। বৃহস্পতিবার অভিযানে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ৪ হাজার ৩৭০ টাকা ও গাফলা খেলার গুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।