নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী, স্ত্রীকে কে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার পাঞ্জারাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
হামলায় আহতরা হলেন, মাহমুদ মিয়া (৫৫), স্ত্রী তাহেরা বেগম (৩৫)। তাদেরকে পুলিশ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় মাহমুদ মিয়া ও তার স্ত্রী তাহেরা বেগম কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতের স্বজনরা জানান, উপজেলার পাঞ্জারাই গ্রামের প্রতিপক্ষ মাহবুব, মুজিবুর রহমানের সাথে দীর্ঘদিন থেকেই জায়গা ও মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ ছিল। এ নিয়ে অনেক বিচার ও হয় এলাকায়। ওই দ্বন্দকে কেন্দ্র করে বুধবার সকালে মাহবুব ও মুজিবুর রহমানের নেতৃত্বে মনজুর মিয়া, আল আমীন, নুরুল আমীন, চান মিয়া, রুহেল মিয়া, শাহীনুর, আব্দুল হাই, আব্দুর নুর, জহুরা বেগম, শামীমা বেগম, সুরমা বেগম, ফাতেমা সহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র দা,লোহার রড নিয়ে তার ঘরে প্রবেশ করে অকথ্যভাষায় গালি-গালাজ করতে থাকে। মাহমুদ মিয়া এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘর ভাংচুর করতে থাকে। এ সময় মাহমুদ মিয়া বাঁধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকারে তার স্ত্রী তাহেরা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে প্রেরণ করেন।
এ দিকে হামরাকারী মাহবুব ও মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, এখনো পর্যন্ত কেউ কোন ধরনের অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।