খাদিমনগর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান আনছার আলী নির্বাচিত
প্রকাশিত : ০২ মে ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ১১ টার সময় ইউনিয়ন পরিষদের হলরুলে পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মো. আব্দুল খালেকের পরিচালনায় নির্বাচিত প্রতিনিধিদের ১ম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আনছার আলীকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এ সময় পরিষদের প্রথম সভায় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ডের মেম্বার মো. আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ডের মেম্বার মো. কুদ্দুছ আহমদ সুমন, ৩নং ওয়ার্ডের মেম্বার মো. জিল্লু মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মুক্তার হোসেন, ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, ৬নং ওয়ার্ডের মেম্বার মো. মঈন উদ্দিন, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান কাজল ও ৯নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান শামীম। ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. নাজমা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. শিবলী বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. মনোয়ারা বেগম। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান-১ আনছার আলী জানান, মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি।
প্রথমে আমি আমার ৭নং ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে দ্বিতীয় বারের মত মেম্বার নির্বাচিত করেছেন। তারা যদি আমাকে মেম্বার নির্বাচিত না করতেন তাহলে আমি আজ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হতে পারতাম না। ৭নং ওয়ার্ডবাসীর কাছে আমি চিরঋণী। নতুন পরিষদের আজ প্রথম সভায় সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে আমাকে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করেছেন। এজন্য আমি পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বার গণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর দেয়া দ্বায়িত্ব আমি যেন সঠিক ভাবে পালন করতে পারি খাদিমনগরবাসী আমার জন্য দোয়া করবেন।