জামালগঞ্জে বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে কর্মশালা
প্রকাশিত : ০৩ মে ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুদ্দিন আলমগীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। অনুষ্ঠানে বজ্রপাত থেকে বাচার কৌশল নিয়ে উপস্থাপনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঈন উদ্দিন আলমগীর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এরশাদ হোসেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ। কর্মশালায় জানানো হয় গত দশ বছরে দেশে বজ্রপাতে মারা গেছে ২ হাজার ৫ শত ৭৫ জন। যাদের মধ্যে ৯৭ শতাংশই গ্রামের কৃষক ও মৎস্যজীবি। সাধারনত: এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত বেশী হয় এবং তা ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়।
কর্মশালায় উপজেলার শিক্ষক, ইমাম, সাংবাদিক সহ ৩০জন লোক অংশ গ্রহন করেন।