রেডক্রিসেন্টের কমিউনিটির জন্য সুরক্ষা বিষয়ক অবহিতকরন সভা
প্রকাশিত : ০৩ মে ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলন একটি মানবিক সাহায্য সংস্থা সবসময়ই মানুষের বিপদাপন্নতা ঝুকি, সমস্যা এবং তাঁদের নিজেদের সক্ষমতাকে বিবেচনায় রেখে কাজ করে আসছে। আপদ ও তার ঝুঁকি’র মধ্যে সম্পর্ক এবং পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণে স্থানীয় জনগণের বোঝাপড়া বৃদ্ধির জন্য আজকের এ কমিউনিটির সুরক্ষা বিষয়ক অবহিতকরন সভা। এর মাধ্যমে মানুষ যে কোন দূর্যোগে প্রথমে কিভাবে নিজেকে সুরক্ষা করা যায় এ ব্যাপারে অবহিত করা হয়। যে কোন দূর্যোগে প্রথমে নিজেকে সুরক্ষিত করতে পারলে সমাজকে সুরক্ষিত করা যায় দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমান কমে আসে। এজণ্য প্রয়োজন সুরক্ষা ঞ্জান। তিনি এক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগীতার মাধ্যমে এ প্রকল্পের সফলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ডিজিইকো’র অর্থায়নে আইএফআরসি, জার্মান রেডক্রস, ডেনিস রেডক্রসের সহযোগিতায় পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের অধীনে কমিউনিটির জন্য সুরক্ষা বিষয়ক অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বুধবার (৩ মে) সিলেট জেলা পরিষদের হল রুমে কমিউনিটির জন্য সুরক্ষা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ডেপুটি ডাইরেক্টর কাজী জানে আলম এর সভাপতিত্বে ও পিপিপি সিলেট ইউনিটের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা রফিকুল হক।অবহিত করন সভায় সুরক্ষা কি ও কমিউিনিটিকে কিভাবে সুরক্ষা করা যায় এবং সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন বিডিআরসিএস এর হোমায়রা মমতাজ ও আইএফআরসি এর জান্নাতুল ফেরদৌস এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল,আহমদ হোসেন খান,ফিল্ড ফিসার নিজাম উদ্দিন, হেলথ সুপারভাইজার মোয়াজ্জেম হোসেন প্রমূখ। অনুষ্ঠানে নগরীর ৫টি ওয়ার্ডের ৬৫ জন কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।