ড্রোন হামলায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের
প্রকাশিত : ০৪ মে ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন হামলার মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র- এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, এই অভিযোগ মিথ্যা।
এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরবি বলেন, আমি এই নিশ্চয়তা দিতে পারি, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল না। যাই হোক আমরা এতে যুক্ত ছিলাম না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিজ দেশের বাইরে হামলা চালানোয় উৎসাহ ও শক্তি দেয় না।
কিরবি বলেন, এটি এখনো স্পষ্ট নয় যে, ক্রেমলিনে কী ঘটেছিল। ওয়াশিংটন এর ওপর নজর রাখছে।
এর আগে রাশিয়া দাবি করে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টায় ইউক্রেন ক্রেমলিনে যে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। এনবিসি নিউজ।
কোনো প্রমাণ ছাড়াই মস্কো বলেছিল, সরকারের কেন্দ্রীয় ভবনে রাতে একটি ড্রোন হামলা তারা বানচাল করেছে। তবে কিয়েভ শক্তভাবে এটি প্রত্যাখ্যান করেছে।
আমেরিকান তিন কর্মকর্তা বুধবার এনবিসি নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে আগে থেকে জানত না। কিন্তু বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করলেন যে, এই ঘটনায় ওয়াশিংটন এই ঘটনার মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড)।
সাংবাদিকদের সঙ্গে রুটিন সাক্ষাতে তিনি বলেন, আমরা ভালো করেই জানি যে এই ধরনের সন্ত্রাসী হামলার সিদ্ধান্ত কিয়েভে নয়, ওয়াশিংটনে নেওয়া হয়। কিয়েভ তাই করে থাকে, যা তাকে করতে বলা হয়।
পেসকভ আমেরিকান এবং ইউক্রেনের ড্রোন ঘটনাটিকে অসম্পূর্ণভাবে হাস্যকর বলে অস্বীকার করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন।
এই হামলার ঘটনায় রাশিয়ার এক তদন্ত চলছে। তিনি বলেন, জবাবের একাধিক উপায় রয়েছে, যা রাশিয়া নিতে পারে। তবে এ নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
শুক্রবার পুতিনের সভাপতিত্বে রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফিনল্যান্ডে বুধবার বলেন, আমরা পুতিন কিংবা মস্কোর ওপর হামলা করছি না। আমারা আমাদের অঞ্চল, গ্রামের জন্য লড়ছি। আমাদের পর্যাপ্ত অস্ত্র নেই। আমরা সবকিছু সর্বত্র ব্যবহার করতে পারি না।