অটোরিকশাযোগে পাচার: ১০ কেজি গাঁজাসহ আটক ১
প্রকাশিত : ০৫ মে ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ শাহজাহান মিয়া (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহজাহান উপজেলার ঘনশ্যামপুর এলাকার হাছন আলীর পুত্র।
শুক্রবার (৫মে) দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) লিটন রায় ও এএসআই মনির হোসেন সহ একদল পুলিশ মিরাশি ইউনিয়নের বড়আব্দা তাহির মিয়ার বাড়ির দক্ষিণ পাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, একজন মাদকবিক্রেতা ব্যাটারি চালিত অটোরিকশা টমটমটযোগে মাদক পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ গ্রেফতার হন শাহজাহান । চুনারুঘাট থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি রাশেদুল হক।