চুনারুঘাটে দুই নারীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১৫
প্রকাশিত : ০৫ মে ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় দুই নারী সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার (৫ই মে) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মাদক মামলার আসামী ঘনশ্যামপুর এলাকার মো: হাছন আলীর পুত্র মোঃ শাহ জাহান মিয়া(২৫), চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর এলাকার আঃ করিমের পুত্র মোঃ বিল্লাল মিয়া(২৭), ওসমানপুর এলাকার মৃত উকিল মিয়ার পুত্র মোঃ বাহার মিয়া(৩৫), একই এলাকার মৃত রফিক মিয়ার পুত্র মোঃ জয়নাল মিয়া(৩০), বিলপাড় এলাকার ফিরোজ মিয়ার পুত্র এমরান মিয়া (২৫), ফিরোজ মিয়ার পুত্র শেখ সুমন (২৯), লস্করপুর চা-বাগান এলাকার মৃত সোহেল মুন্ডার পুত্র (৩৫), জাজিউতা এলাকার আঃ মতিনের পুত্র মালেক মিয়া(৩৫), খালেক মিয়া (৩৪), জুয়েল মিয়া(৩০), পাট্টাশরিফ এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র আক্কাস আলী(৩৮), শাহিদ মিয়া(৪০), শাহিদ মিয়ার স্ত্রী আছমা আক্তার (৩৫), বাল্লা এলাকার হেলাল মিয়ার স্ত্রী শিরিন (৩২), এছাড়াও মাদক মামলায় সুনামগঞ্জ জেলার ছাতক থানার উত্তর বড়কাপন এলাকার মৃত মুক্তার আলীর পুত্র বাচ্চু মিয়া(৩৫) কে র্যাব ৯ এর হবিগঞ্জের সিপিসি ১ শায়েস্তাগঞ্জের একটি অভিযানিক দল ৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার অভিযানে ওসি রাশেদুল হকের নেতৃত্বে অংশগ্রহণ করেন থানার এসআই দেলোয়ার হোসেন, এসআই প্রিয়তোষ কান্তি দাস, এসআই ছদরুল আমিন , এসআই ওমর ফারুক, এসআই মোল্লা রফিকুল ইসলাম, এসআই লিটন রায়, এএসআই উত্তম কুমার ঘোপ, এএসআই জরিফ, এএসআই ইমরুল কায়েস, এএসআই আঃ রহিম, এএসআই ওয়ালী উল্লাহ, এএসআই মোফাজ্জল হোসেন, এএসআই মনির হোসেন সহ একদল পুলিশ। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন আইনশৃঙ্খলা রক্ষায় এধরনের অভিযান অব্যাহত আছে।