বিদেশ ভ্রমণে শোবিজ তারকারা…
প্রকাশিত : ০৯ মে ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
শোবিজ তারকাদের প্রতি দুর্বলতা দেশের মানুষের যেমন রয়েছে, ঠিক তেমনি প্রবাসীদেরও। তাইতো যখনই প্রবাসীরা কোন অনুষ্ঠানের আয়োজন করেন দেশের শোবিজ তারকাদের তারা আমন্ত্রণ জানান। ইদানিং এ চিত্র বেশি দেখা যাচ্ছে। সারাবছরই বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙলী কমিউনিটি নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করেন। আর তাতে দেশিয় শোবিজ তারকাদের উপস্থিতি দেখা যায়। সম্প্রতি বেশ কয়েকজন তারকা দেশ ছেড়ে অবস্থান করছেন বিদেশে। কেউ গিয়েছেন ঘুরতে, আবার কেউ প্রবাসীদের আমন্ত্রণে।
বিদেশের মাটিতে এসব তারকারা কে কোথায় আছেন, ‘ফটো ফ্রেমে’ দেখে নেওয়া যাক এক নজরে-
স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ ডে প্যারেড’। এ আয়োজনে আমন্ত্রিত শিল্পী হিসেবে গিয়েছেন ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস। সেখান থেকে ছবিটি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘… স্বাধীনতার দিবস উদ্যাপন।’